মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃগতকাল বুধবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে বুধবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজানুল হাবীব রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহম্মেদ। বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহ্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম প্রধান, রফিকুল ইসলাম মন্ডল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, আব্দুল গফুর, যুবদল নেতা জাকিরুল ইসলাম, ময়েন উদ্দিন লিপন, ছাত্রদল নেতা আব্দুল মজিদ, আতিকুর রহমান মন্ডল রতন ও মনির প্রমুখ। শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও কারাবন্দি দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।