বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় ট্রাক চালক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৮, ২০১৮

বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় ট্রাক চালক আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির তিন লাখ টাকাসহ কালু মন্ডল (২৬) নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

 বৃহস্পতিবার সকালে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক কালু ভারতের উত্তর চব্বিশ পরগনার গোপালনগর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে। 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক ট্রাক চালক হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিন লক্ষ হুন্ডির বাংলাদেশী টাকা পাওয়া যায়। আটককৃতর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here