দোয়ারা ভুজনা সড়ক নদী ভাঙনের কবল থেকে রক্ষার জন্য মানব বন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৪, ২০১৮

দোয়ারা ভুজনা সড়ক নদী ভাঙনের কবল থেকে রক্ষার জন্য মানব বন্ধন

হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনাগ্রাম সহ ৭ টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র  রাস্তা টি গত কয়েকদিনের ভাঙ্গনের ফলে সুরমা নদীর গর্ভে বিলীন হওয়ার পথে, তাই এলাকাবাসীর উদ্যোগে ভুজনা গ্রাম বাছাও, রাস্তা বাছাও,  নদী ভাঙন এলাকায় মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

 গত শনিবার দোয়ারাবাজার  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক ভুজনা গ্রামের ভাঙ্গ রাস্তা পরিদর্শন করেন এসময় উপস্তিত জনমনে আশার আলো জাগে। রবিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন কর্মসুচী পালিত হয়। ভুজনা রাস্তা নদী ভাঙন রোধ থেকে রক্ষার জন্য  মানব বন্ধন কর্মসুচীতে যোগদেন ছাতক দোয়ারা সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তিনি বলেন আমি নদী ভাঙন এলাকা দেখে গেলাম পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে ব্যাবস্থা নেব।
এসময় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,উপজেলা  আওয়ামীলীগ নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ,  আরও উপস্তিত ছিলেন,

আওয়ামীলীগ নেতা, ডাঃ আবুল হোসেন,খসরুজ্জামান,সাইদ হাসান, ডাঃ মোস্তফা, আব্দুল কাদির, রজব আলী আব্দুল মতিন আবুল কালাম, আব্দুল হানিফ, ইয়াছিন মিয়া, মনির উদ্দিন, কবির মিয়া, উমর আলী, রহিম মিয়া, জসিম মিয়া, ভুজনা, উমর পুর, কালিকাপুর, কদমতলী, নুরপুর সোনাপুর, নন্দীগ্রামের ২০০ শতাদিক লোকজন।

Post Top Ad

Responsive Ads Here