দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল এর সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৪, ২০১৮

দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল এর সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল ’র’ বীরুদ্ধে ভুয়া ফেইসবুকে আইডিতে তার পরবিার সহ তাকে নিয়া বিরুপ মন্তব্য করায় সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগ নেতা সোহেল।

 রবিবার বিকেলে দোয়ারাবাজার প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল তার লিখিত বক্তবে বলেন, আমি এবং আমার পরিবারকে নিয়া একটি ভূয়া ফেইসবুক আইডি যার নাম প্রতিবাদী মুজিব সৈনিক পরিচয় বিহীন এইসব ফেইসবুক আইডিতে নানা ধরণের কুৎসা রটাচ্ছে, যা সম্পুর্ণরুপে মিত্যা এবং বানোয়াট এর তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী ছাত্রলীগের সকল সভা সমাবেশ মিছিল মিটিংএ সতস্পুর্ত ভাবে উপস্থিত থেকে প্রতিটি আন্দুলনের সভা সমাবেশে উপস্থিত পালন করে আসছি যা আমাদের উপজেলা এবং জেলার সকল নেতাকম্র্ীদের জানা আছে। দোহালীয়া বাজারে আমার বাবার ব্যাবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, সফল ব্যাবসায়ী হিসেবে দোহালীয়া বাজারে সকল ব্যাবসায়ী বৃন্ধের কাছে আমার বাবা একটা পরিচিতি ও রয়েছে। ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল আরো বলেন এব্যপারে আমি উপজেলা নেতা কর্মী ও জেলা নেতা কর্মী বৃন্ধের নিকট বিষয়টি অবগত করেছি। এখন আমার বীরুদ্ধে একদল কুচক্রি মহল তাদের নিজেদের ফায়দা হাসিলের জন্য আমার রাজনীতীতে বাধাগ্রস্থ করারজন্য মরিয়া হয়ে উটে পড়ে লেগেছে। এসময় উপস্থিত ছিলেন দোহালীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.নুর মিয়া, ছাত্রলীগ নেতা মাহমুদল হাসান ইমরান, সালাউদ্দিন চৌধুরী, ফাহাদ মিয়া, ইমরান হোসেন, জুয়েল মিয়া,শামীম হোসেন, আশিকুর রহমান, বিল্লাল হোসেন, আশরাফুল আলম ইমন প্রমুখ।  

Post Top Ad

Responsive Ads Here