ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৮, ২০১৮

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ     ঝিনাইদহ হরিণাকুন্ডুতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে এমিল নামের এক যুবকের বিরুদ্ধে।


থানা সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসের ১৭  সন্ধার পর বৈডাঙ্গা ভাবির বাসায় বেড়াতে আসার পথে বৈডাঙ্গা বাজারের পাশে কেষ্টপুর গ্রামের রফি মিয়ার ছেলে এমিল (২৩)এবং কেষ্টপুর গ্রামের জামাল মিয়ার ছেলে(২০) সাহাবুলের সহযোগিতায় বৈডাঙ্গা বাজারের পাশে এক ঝোপের ভিতর নিয়ে তাকে ধর্ষন করে,অভিযুক্ত এমিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই ঘটনা সম্পূর্ন মিথ্যা।
দৌলতপুর ইউনিয়নের ইউপি সদস্য আফজাল মিয়ার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে খুবই গরীব ঘরের । এমিল তার সাথে যে কাজ টা করেছে তার জন্য আমরা সামাজিক ভাবে একটা সালিশ করে এমিল এবং মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু এমিল বিষয় টা মেনে নিতে অস্বীকার করে,এই বিষয়ে হরিণাকুন্ডু থানার সেকেন্ড অফিসার সরোয়ার মিয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,  মেয়ে  এবং তার পরিবার থানায় একটা মামলা দায়ের করেছেন যা তদন্ত করছেন সোনাতনপুর ক্যাম্প ইনচার্জ জমির মিয়া।

Post Top Ad

Responsive Ads Here