ঝিনাইদহের লম্বা মানব আসাদুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৮, ২০১৮

ঝিনাইদহের লম্বা মানব আসাদুল

ঝিনাইদহ প্রতিনিধিঃ   নাম আশাদুল ইসলাম, বয়স ২৫ বছর। পেশায় কৃষক এই যুবকের উচ্চতা ৬ ফুট ১১ ইঞ্চি। তার দাবি ঝিনাইদহ জেলায় তার চেয়ে লম্বা মানুষ আর একটিও নেই। আসাদুল ইসলাম জেলার মহেশপুর উপজেলার ভৈরবা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ফজের আলীর ছোট ছেলে।



আশাদুল ইসলাম জানান, ৬ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বর্তমান উচ্চতা ৬ ফুট ১১ইঞ্চি। ওজন ১০৫ কেজি। ছোট বেলায় তিনি সাধারণ মানুষের মতেই ছিলেন। যখন তার ১৩ বছর বয়স তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে বাড়তে থাকেন। সর্বশেষ তিনি ৬ফুট ১১ ইঞ্চি লম্বা হয়েছেন। শারীরিক ভাবে কোন সমস্যা নেই আশাদুলের। গরীব পিতার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করেনি। মাঠে কৃষি কাজ করেন।



তিনি বলেন, আমি যখন বিভিন্ন স্থানে যায় তখন মানুষজন তাকে ধরে ছবি তোলে। আনন্দ করে। আমিও মজা পাই। রাগ করি না। কারণ আমার মতো এত লম্বা মানুষ হয়তো এই জেলায় নেই। ব্যক্তিগত জীবনে বিবাহিত আমি। এক বছর বয়সি একটি ছেলেও রয়েছে আমার।

Post Top Ad

Responsive Ads Here