হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলা ১০ টি কেন্দ্রে মোট ৫১২৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে। কেন্দ্র গুলো হল, লিয়াকত গঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৩২০ জন ছাত্রী৪২২জন. বড়খাল বহুমূখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ছাত্র ২৭৪ জন ছাত্রী৩১১ জন।
দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছাত্র ২০৮জন ছাত্রী ৩১৭ জন,হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দে ছাত্র ২১৬ জন ছাত্রী৩২১ জন, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ১৯৫ জন ছাত্রী ১৮৯ জন। আমবাড়ী উচ্চ বিদ্যাললয় কেন্দ্রে ছাত্র ১৩৩ জন ছাত্রী ১৩২ জন, বোগলা রোসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ১৬৪ জন ছাত্রী২০৯ জন, টেংরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ২৫০ জন ছাত্রী ৩৪৭ জন। উপজেলার ১০ কেন্দ্রে মোট ৫১২৭ জন পরিক্ষার্থী পরিক্ষা দেন।
এদিকে রোববার সকালে উপজেলার বাজিদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিক মিয়া উনার মেয়ে পিএসসি পরিক্ষার্থী খাদিজা বেগম সহ ১০ কেন্দ্রের সকল পরিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, এভারের পিএসসি পরিক্ষা দোয়ারায় ১০ টি কেন্দ্রে পরিক্ষা চলছে।এখনও কোন প্রকার নকলের সংবাদ পাওয়া যায়নি।

