হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল এর নির্বাচনী এলাকা দোয়ারাবাজার সদর ও সুরমা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোটারদের সাথে কুশল বিনীময় করেন।
বৃহস্পতিবার বিকালে সাবেক জাতীয় পাটির এমপি আব্দুল মজিদ মাষ্টারের পুত্র জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রিয় ছাত্র নেতা এডভোকেট নাজমুল হুদা হিমেল দলীয় নেতা কর্মিদের নিয়ে কুশল বিনীময় কালে সাথে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পাটির নেতা মো.রেনু মিয়া, উপজেলা জাপার সাবেক সভাপতি মুক্তার আলী, জাপার সিনিয়র সহ সভাপতি নজির উদ্দিন মাষ্টার, জাপার সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ, সুরমা ইউপি জাতীয় পাটির সভাপতি ইকবাল হোসেন বুলু, সেচ্ছাসেবক পাটির সভাপতি একলাছ মিয়া,যুবনেতা মুজিবুর রহমান, সিরাজ মিয়া, বুরহান উদ্দিন, মোহাম্মদ আলী মিলন, সিরাজুল ইসলাম কেচরা, জয়নাল মিয়া তারেক আহমদ, মোস্তফা মিয়া প্রমুখ।