বেনাপোলে ফেনসিডিলসহ ২ পাচারকারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৬, ২০১৮

বেনাপোলে ফেনসিডিলসহ ২ পাচারকারী আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে পাচার হয়ে আসার পর বেনাপোল সীমান্ত থেকে ১০৭ বোতল ফেনসিডিলসহ ২ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


সোমবার ভোরে বেনাপোলের পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে বিজিবি-২১ সদস্যরা মাদকদ্রব্যসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- পুটখালী উত্তরপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে মঈনুল ইসলাম (২৮) ও একই গ্রামের রোজাউল ইসলামের ছেলে জমির হোসেন (২৩)।

বিজিবি জানায়, তাদের একটি টহল দল গোপন খবর পেয়ে পাচারকারীদের ধাওয়া করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ পাচারকারীকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here