ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

শাকির আহমেদ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে রোববার দুপুরে থানা পুলিশের সহযোগীতায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। 

উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখা, মুরগির একই খাাঁচায় দেশী মুরগি ও পাকিস্তানী মুরগি রেখে বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অপরাধে পানসী রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মেসার্স রাহি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মহিউদ্দিনের মাছের দোকানকে ৫ শত টাকা, লোকুচ মিয়ার মুরগির দোকানকে ৭ শত টাকাসহ মোট ১৮ হাজার ২ শত  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। #

Post Top Ad

Responsive Ads Here