ফরিদপুরে সদরপুরে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে ছাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৮, ২০১৮

ফরিদপুরে সদরপুরে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে ছাই


ফরিদপুর প্রতিনিধি  
ফরিদপুরের সদরপুর উপজেলার ব্যবসায়ীদের প্রধান কেন্দ্র সাড়ে সাতরশি বাজারে শুক্রবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ১৭জন দোকান মালিকের ২৫টি দোকান অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। 

ফদিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাইফুজ্জামান ও ব্যবসায়ীরা জানায়, রাত সাড়ে তিনটার দিকে খোকন সাহার মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সদরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ শুরু করে এরপর ফরিদপুর ও ভাংগা ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ৪ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।# 

Post Top Ad

Responsive Ads Here