ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর ০৪(ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর নির্বাচনী প্রচারনায় অংশ নিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কাজী জাফরউল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কাজী জাফরউল্লাহ আওয়ামীলীগের নীতিনির্ধারনী নেতাদের মধ্যে একজন প্রথমসারীর নেতা। তিনি রাজনীতিতে আমারও নেতা। এরকম নেতাকে ভোট না দিলে আপনারা ঠকবেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কাজী জাফরউল্লাহ গত নির্বাচনে পরাজিত হয়েও এলাকার উন্নয়নে প্রতি মাসে আমার কাছে গিয়েছেন। সুতরাং আপনারা তাকে ভোটি দিয়ে নির্বাচিত করুন আমি আপনাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কাজে একত্রিত থাকবো। তিনি বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করছেন এই ধারা অব্যাহত রাখতে আপনারা শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন।
ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের আ.লীগের প্রার্থী ‘কাজী জাফরউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সায়েম আমীর ফয়সাল প্রমুখ।