ফরিদপুরে ০৩ আসনে নৌকার সমর্থনে ২৫ হাজার নারীদের নিয়ে বিশাল শোডাউন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৮, ২০১৮

ফরিদপুরে ০৩ আসনে নৌকার সমর্থনে ২৫ হাজার নারীদের নিয়ে বিশাল শোডাউন


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুর ০৩ সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সমর্থনে নারীদের অংশ গ্রহণে ২৫ হাজার নারীদের নিয়ে বিশাল শোডাউন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নারীদের অংশ গ্রহনে এ মিছিলটি বের করা হয়। বিকেল চারটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে এ মিছিলটি শুরু হয়ে শহরের মুজিব সড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর শহরের বাসভবন হাসিনা মঞ্জিলে গিয়ে শেষ হয়। 

এ মিছিলে নেতৃত্ব দেন খন্দকার মোশাররফের বোন খন্দকার ওয়াহিদা জামান এবং জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান। মিছিল শেষ করে বক্তব্য দেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান ও শহর আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন ফেরদৌস।

এ সময় বক্তারা বলেন  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সংসদীয় আসনে খন্দকার মোশররফকে পুণরায় ভোট দিয়ে সাংসদ বানাতে হবে।

Post Top Ad

Responsive Ads Here