'উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দিন';বিনাজুরীতে ফজলে করিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৪, ২০১৮

'উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দিন';বিনাজুরীতে ফজলে করিম

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: চট্টগ্রাম-৬ রাউজান আসনে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী আজ ২৪ ডিসেম্বর (সোমবার) রাউজানের বিনাজুরী ইউনিয়নে গনসংযোগ ও পথসভায় এলাকার সাধারন মানুষের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন,আসছে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনে দেশের  উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

 ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, রাউজানের  হাজার হাজার  কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে,গত ২০টি বছর রাউজানবাসীকে শ্রম ও মেধা দিয়ে গ্রীণ, ক্লিন ও গোলাপী রাউজানে পরিনত করেছি। আমি বিশ্বাস করি কেউ উন্নয়নের বিপক্ষে যাবে না। নৌকা শান্তির প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক। তিনি নতুন প্রজম্মকে নৌকা প্রতীক ভোট দেয়ার আহবান জানান।
২৪ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত রাউজানের বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা জোরপুকুর পাড়, ইদুলপুর,পূর্ব বিনাজুরী,দূর্গাবাড়ী,কাগতিয়া বাজার এলাকায় গনসংযোগ করেন । গনসংযোগ কালে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন নৌকার মাঝি এবিএম ফজলে করিম চৌধুরী।
গনংসযোগ কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা, সৈয়দ আব্দুল জব্বার সোহেল,আলহাজ্ব আহসান হাবিব,তপন দে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সংঘপ্রিয় বড়ুয়া, ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া,নাজিম উদ্দিন চৌধুরী,নিজাম উদ্দিন চৌধুরী ইয়াছিন, রবিন্দ্র লাল চৌধুরী, বসুমিএ বড়ুয়া,সৈয়দ আলমগীর, মাস্টার আবু তাহের, সরোয়ার আজাদ, কামরুল ইসলাম বাচ্চু, মহিউদ্দিন এমরু, পল্টন দেব,মির্জা নয়ন,নাজিম উদ্দিন কোম্পানি,সজীব বিশ্বাস, ফয়সাল মাহমুদ,নিটু মাহাজন,শিমুল বিশ্বাস, রাসু আকতার, রুপালী চৌধুরী,কাজল চৌধুরী,রাজীব চৌধুরী রাজু,বাসু দেব শীলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা গনসংযোগে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here