হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃআসছে ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা আসনে আঞ্চলিকতার সুরে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল এর জন প্রিয়তা বেড়ে চলছে।
এই আসনটি বর্তমানে ৩ টি ভাগে বিভক্ত ১,দক্ষিণ এলাকা ২,মধ্য এলাকা ও ৩, উত্তর এলাকা মধ্য এলাকায় শক্ত অবস্থানে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। দক্ষিণ ছাতকে ভাল অবস্থানে রয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। এদিকে উত্তর এলাকায় সুবিধা জনক অবস্থান রয়েছে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল। সোমবার লাঙ্গল প্রতীকের গণসংযোগ ও পথ সভায় কেন্দ্রিয় আবাদী কৃষক নেতা ডাঃ আব্দুল আওয়াল উপরোক্ত কথা গুলো বলেন, এসময় তিনি আরও বলেন ছাতক দোয়ারা আসনের প্রবীণ ভোটাররা পল্লীবন্ধুর ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে নীতি গ্রহণ করে জেগে উটেছে। বিগত সরকারেরা শহর কেন্দ্রিক উন্নয়ন করলেও গ্রামের উন্নয়নে কাজ করেনী। পল্লীবন্ধু এরশাদ গ্রাম উন্নয়ন বিত্তিক শিল্প কারখানা তৈরী করে কর্মসংস্থান করতে চায় বলে প্রবীণ ও তরুন প্রজন্ম লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এডভোকেট নাজমুল হুদা হিমেলকে বিজয়ী করতে চায়। লাঙ্গল প্রতীকের প্রার্থী হিমেল বলেন, আমি দোয়ারাবাজারের সন্তান আমার বাবা সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মাষ্টার নিজ উদ্যোগে দোয়ারাবাজা উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার কলেজ তৈরী করেছে। দোয়ারাবাজার থানা, দোয়ারাবাজার উপজেলা গঠনে অগ্রণী ভুমিকা রেখেছে, আমিও আপনাদের সেবক হয়ে আপনাদের কল্যাণে সারা জীবন কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মুক্তার আলী,দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান রেনু মিয়া,
উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, উপজেলা জাপার যুগ্ন আহবায়ক ও সুরমা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইকবাল হোসেন বুলু, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাঃ আব্দুল্লা, জাপা নেতা নজির উদ্দিন মাষ্টার, সমাই মিয়া যুব সংহতী সভাপতি এখলাসুর রহমান, যুবসংহতীর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।