শেখ সুজাতের বাসায় তালা,ফিরে গেলেন রেজা কিবরিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

শেখ সুজাতের বাসায় তালা,ফিরে গেলেন রেজা কিবরিয়া

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গতকাল সোমবার প্রতীক বরাদ্ধের পর ঐক্যফ্রন্টের ধানের শীষের হেভিওয়েট প্রার্থী ড.রেজা কিবরিয়া প্রচারণা শুরু করেছেন।

সোমবার প্রথম এলাকায় এসেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। সকালে হবিগঞ্জ ডিসি অফিস থেকে ধানের শীষ প্রতীক বরাদ্ধ পাবার পর বিএনপি নেতা কর্মীরা বিশাল শোডাউন করে নবীগঞ্জে নিয়ে আসেন।
নবীগঞ্জে এসেই প্রথমেই যান তার সাথে দলীয় মনোনয়ন লড়াইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার বাসায় যান। এসময় তার সাথে ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, যুন্ম সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদাল ও এডভোকেট কামাল উদ্দিন সেলিম।
আগেই খবর পেয়ে শেখ সুজাত তার বাসার প্রধান ফটকের গেইটে তালা ঝুলিয়ে রাখেন। তিনি অন্যত্র চলে যান। ড. রেজা কিবরিয়া তার বাসার কেয়ারটেকার কে গেইটের তালা খুলে দেবার জন্য বললে তিনি জানান স্যার(শেখ সুজাত) চাবি নিয়ে চলে গেছেন। তাই তালা খোলা সম্ভব নয়। এসময় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরে ড.রেজা সেখান থেকে ফিরে নিজ গ্রামে চলে যান। নবীগঞ্জ শহরে কোন পথসভা না করে প্রথমেই তার গ্রামের বাড়ি জালালসাপ যান। সেখানে হাজারো নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।এব্যাপারে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু বলেন, শেখ সুজাত বাসার গেইটে তালা ঝুলিয়ে রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত কাজ করেছেন।
ড. রেজা কিবরিয়া বলেন, শেখ সুজাত সাব জরুরী কাজে কোথায় গেছেন আবার আসলে দেখা হবে এটা কোন সমস্যা নয়। তিনি আরো বাংলাদেশে আমাদের সবার একটি ডিসিপ্লিন এক্সেপ্ট করতে হবে। দেশবাসীর সামনে একটি কঠিন পরীক্ষা। আমি মনে করি-বাংলাদেশের মানুষ এ পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা ইনশাআল্লাহ জয়ী হব।

Post Top Ad

Responsive Ads Here