চট্টগ্রামে ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

চট্টগ্রামে ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম প্রতিনিধি: ২০ দলীয় জোটের মুখপাত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেনন,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে জনগণের মাঝে ভয়, উদ্বেগ, উৎকণ্টার পরিবেশ তৈরী করছে। বর্তমান পরিস্থিতি পাকিস্তান এবং এবং স্বৈরশাসকের আমলেও চেয়ের বলে খারাপ বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি আরো বলেন, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি বিশ্বাস করিনা। বিশ দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট আলাদা কোনো ডিমান্ড নিয়ে একত্রিত হয়নি। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।২০ দলীয় জাটের এই মুখপাত্র বলেন, একটা সময় আমাদের সবাইকে চলে যেতে হবে। এ চলে যাওয়া যেনো সম্মানের হয় তা আমাদের উপলব্ধি করতে হবে। বিচারকরা আল্লাহর প্রতিনিধি। পুলিশকে বলব আপনারা আমাদের শত্রু না। আপনারা জনগণের স্বার্থে কাজ করুন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতীক বরাদ্দের পরেও সরকার ভয়ভীতি পরিবেশ সৃষ্টি করছে।
তিনি বলেন, আমরা সংবিধান, গণতন্ত্র ও জনগণের কল্যাণে এক হয়ে কাজ করতে চাই। উৎসবমুখর ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে নির্বাচন প্রচার, গণসংযোগে যেতে চাই। কোনো রাষ্ট্রীয় সন্ত্রাসকে বরদাশ করব না। সরকার নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের বাধা প্রয়োগ না করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীতে ভূমিকা রাখবে বলেনও জানান তিনি।
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম- ১০ (পাহাড়তলী-ডবলমুরিং) সংসদীয় আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান বলেন,
দেশে বিরোধী দলের জন্য এক আইন আর সরকারের জন্য আরেক আইন বলবৎ রয়েছে। সরকার কর্মী সভা, পোস্টার করে নির্বাচনী আচরনণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে হামলা, ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা নির্বাচনের পরিবেশের মাঝে থাকলেও নতুন করে মামলা দেওয়া হচ্ছে। একটি মামলায় জামিন হলে আরেকটিতে গ্রেপ্তার দেখানো হচ্ছে। নগরীর ঝর্না পাড়া এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার হিসাব করলেও পরিস্থিতি উপলব্ধি করা যায়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিশ দলীয় জোটের প্রার্থী মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতিক, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সহ-সভাপতি আবু সুফিয়ান, আনোয়ারার ঐক্যফ্রন্ট প্রার্থী সরওয়ার জামান নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ও পটিয়ার প্রার্থী এনামুল হক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আজিমুল্লাহ বাহার ও নগর বিএনপির সভাপতি ড. শাহাদাতের নির্বাচনের সমন্বয়কারী বদরুল আনোয়ার প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here