জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ১হাজার ৯০পিস ইয়াবাসহ খায়রুল হোসেন (১৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার বিকালে খায়রুল হোসেনের নীজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক খায়রুল অগ্রভুলাট গ্রামের মনিরুল হোেসনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভুলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার অগ্রভুলাট বাজারের পশ্চিম পার্শ্বে খায়রুল হোসেনের বাড়িতে অভিযান চালায়।এ সময় দেওয়ালের উপর পলিথিনে মোড়ানো অবস্থায় ১হাজার ৯০ পিস ইয়াবাসহ খায়রুলকে আটক করে।২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।