হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের ইসামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের নির্বাচনী, গণসংযোগ ,পথ সভা, লিফলেট বিতরণ। বুধবার দিনব্যপী দোয়ারাবাজার উপজেলা সদর ও বিভিন্ন হাটবাজারে প্রচার প্রচারনার মাধ্যমে হাতপাখা প্রতীকে ভোট চেয়েছেন মাওলানা হুসাইন আল হারুন।
এসময় তিনি বলেন, ছাতক দোয়ারা আসনে উন্নয়নের নামে দীর্ঘ দিন অবহেলিত রয়েছে। এই এলাকায় বার বার আওয়ামীলীগ, বিএনপি ক্ষমতার রাজনীতি করেছে কোন সংসদ সদস্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেনি। আজও এই এলাকার মানুষ জেলা শহরে যেতে ৩/৪ ঘন্টা লেগে জায় তাই লোটপাট কারী আওয়ামীলীগ বিএনপিকে মানুষ ভোট দিবে না। ভোটাররা এখন শান্তি চায় উন্নয়ন চায় তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোইনাই পিরের মনোনীত প্রার্থীকে ৩০ ডিসেম্বর হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ছাতক দোয়ারাবাসী, আমাকে সংসদে কথা বলার সুযোগ করবেন। তিনি আরও বলেন, ভোটাররা এখন জেগে উটেছে দুকা বাজ দেরকে আর ভোট দিবে না। এসময় সাথে চিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট শাখা সভাপতি মনির হোসাইন, ইসলামী ছাত্র দপ্তর সম্পাদক অলিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দোয়ারা বাজার শাখা সভাপতি মনির হোসাইন, রাজিব আহমদ, মাওলানা মোঃ নুরুল আমিন, মাওলানা আক্তার হোসেন,আব্দুল আমিন,
মাওলানা হযরত আলী প্রমুখ।