মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার জানিয়েছেন, নির্বাচিত হলে পার্বত্য অঞ্চলের পাহাড়ী-বাঙালী সকল সম্প্রদায়ের ভ্যাগ উন্নয়নে কাজ করে যাবেন। তিনি জানান, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে ও নির্বাচিত হলে রাঙামাটিতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ, টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠা করার উদ্দ্যেগ গ্রহন করবেন। পাশাপাশি রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ক্ষেত্রে ভূমিকা রাখবেন।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বেতবুনিয়া বাজার, আর্দশ পাড়া, এরাবনিয়া, সোনাইছড়িসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, শান্তি চুক্তির পরে পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাশ বইছে কিন্তু অবৈধ অস্ত্রধারীদের ধারা ঘুম, হত্যা, চাঁদাবাজি, অপহরণের কিছুটা তৎপরতা রয়েছে। পার্বত্য অঞ্চলকে পুর্নশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তি বাস্তবায়নে ও শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।
এসময় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রæ চৌধুরী, রাঙামাটি মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকু রোয়াজাসহ অন্যন্যা নেতৃবৃন্দ ব্কব্য রাখেন।
পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রধারীদের প্রসঙ্গে দীপংকর বলেন, শান্তিপ্রিয় পাহাড়ী-বাঙ্গালী রাঙামাটিবাসী অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা মার্কায় ভোট দিয়ে শান্তি ও গণতন্ত্রের পক্ষে ব্যালটকে অস্ত্র হিসেবে প্রয়োগ করবে। তিনি বলেন, আজকে লংগদুসহ রাঙামাটির দশ উপজেলায় শেখ হাসিনার নৌকার পক্ষে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে গণতন্ত্রের বিপক্ষ শক্তি অবৈধ অস্ত্রধারীদের পরাজয় ঘটবে।
সর্বশেষ তিনি, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলের ভ্যাগ উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।