মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৭, ২০১৮

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

 গতকাল রবিবার দিনের শুরুতেই ভোর ৬টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই কর্মসূচী বাস্তবায়ন করেন। এর পরে মেহেরপুর সরকারী কলেজ মোড়ে শহীদ স্মৃতি সৌধের বেদিতে পুস্পমাল্যা অর্পন করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সিভিল সার্জন শামীম আরা নাজনিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার,মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এটিএম সোলাইমান আলী,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আখতারুজ্জামান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। পরে জেলা পরিষদ চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের গণকবরে পৃথকভাবে পুস্পমাল্য অর্পন করা হয়।
সকাল সাড়ে ৮টায় মেহেরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ,আনসাার,ভিডিপি, বিএনসিসি, রোভারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তারা শরীর চর্চা প্রদর্শন করেন।
এরপর মহান বিজয় দিবস উপলক্ষে এদিন রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ পুলিশ, আনছার, ভিডিপি, বিএনসিসি, রোভারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন। এসময় ১২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরুস্কার প্রদান করা হয়। ক গ্রুপের কুকাওয়াজে ১ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডস, ২য় সরকারী শিশু পরিবার, ৩য় একই বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট, খ গ্রুপে ১ম গেøারিয়াস’র মেযে দল, ২য় জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ৩য় গেøারিয়াস প্রি ক্যাডেট ছেলে দল, শরীর চর্চায় ক গ্রুপে ১ম সরকারী শিশু পরিবার, ২য় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডস, তৃতীয় একই বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট খ গ্রুপে ১ম হোলি পাবলিক স্কুল, ২য় জিনিয়াস স্কুল এন্ড কলেজ, ৩য় গেøাারিয়াস প্রি ক্যাডেট একাডেমী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here