মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি ২৯৯নং আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মণি স্বপন দেওয়ান বলেছেন, বিএনপি তথা ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে পাহাড়ে শান্তির বার্তা পৌছানো হবে।সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আ’লীগ শান্তিচুক্তি করেছে ২১বছর। কিন্তু পাহাড়ে শান্তি আনতে পারেনি। বর্তমান সময়ে পাহাড়ে যে গোমট বাঁধা পরিস্থিতি তা দূর করতে বিএনপি তথা ঐক্যফ্রন্টের আলাদা চিন্তা-ভাবনা রয়েছে।
সাবেক পার্বত্য এ উপ-মন্ত্রী আরও বলেন, ২০০১-২০০৬সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পাহাড়ে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তৎকালীন সময়ে সরকারি সহকারী শিক্ষক চাকরি নিতে কাউকে লাল পয়সা খরচ হরতে হয়নি। কিন্তু বর্তমান সময়ে সহকারী শিক্ষকের চাকরিতে ১২লাখ টাকা বাণিজ্য চলে।
মনি স্বপন বলেন, আমাদের একটি লক্ষ্য আছে রাঙামাটিকে সুন্দর পর্যটন নগরী করে তোলা। এ জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। অতীতে ক্ষমতায় থাকাকালে আমরা রাঙামাটিকে নতুন আঙিকে সাজানোর যে পরিকল্পনা হাতে নিয়েছিলাম তাই পূরণ করতে পারিনি। তাই ক্ষমতায় আসলে এবার সেই পুরনো লক্ষ্যকে বাস্তবায়ন করা হবে।
এসময় জেলা বিএনপি’র সভাপতি মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।