ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শুধুমাত্র উন্নয়নের জন্যই নয়, দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে আবারো সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
রবিবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের লক্ষীদাসের হাটে ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ঈশানগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা যুবলীগের আহবায়ক এস.এম ফুয়াদ, ঈশানগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জামাল শেখ, কোতয়ালী থানা আওয়ামীলীগের সদস্য, ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা রিংকু দত্ত, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রোটন, আওয়ামীলীগ নেতা শুম্ভ দাস, বাবলু গুহ, এস এম সুলতান আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ সেক প্রমুখ।
নির্বাচনী সমাবেশে ইউনিয়নের প্রতিটি ওর্য়াড থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মি উপস্থিত হন সমাবশে যা এক পর্যায়ে বড় জনসভায় পরিনত হয়।