এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রাম ১ আসনে নির্বাচনী ত্রিমূখী লড়াই। ১টি পৌরসভা সহ ২৪টি ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম ১ আসনে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা, লাঙ্গল, ধানের শীষ ত্রিমূখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাগেশ্বরী ভ‚রুঙ্গামারী নিয়ে কুড়িগ্রাম ১ আসন মূলত এ আসনে আওয়ামীলীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছেন। ঐক্যফ্রন্ড ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ করছেন। জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তাছাড়া ইসলামী আন্দোলনের আলহাজ্ব আব্দুর রহমান প্রধান (হাত পাখা) জাকের পার্টির ভ‚রুঙ্গামারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার (গোলাপ ফুল), তরিকত ফেডারেশনের লতিফুল কবির রাসেল (ফুলের মালা), জাতীয় পার্টি জেপি এডভোকেট আব্দুর রশিদ (বাই সাইকেল), ন্যাশনাল পিপলস্ পার্টির জাকির হোসেন (আম) প্রতীক নিয়ে মোট আটজন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদন্ধীতা করলেও ১ আসনে লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। কুড়িগ্রাম ১ আসনটি গত ৩০ বছর থেকে জাতীয় পার্টির দখলে রয়েছে। এবারের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কা প্রার্থী থাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিগত নির্বাচন গুলোতে জোট মহাজোট থাকায় বিএনপি প্রার্থী এ আসনটিতে সামান্য ভোটের ব্যবধানে হেরে গেলেও সুবিধা করতে পারেনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে নৌকা প্রতীক থাকায় লাঙ্গল, নৌকা, ধানের শীষের মধ্যে ত্রিমূখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দীর্ঘদিন আসনটি জাতীয় পার্টির দখলে ছিল। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ধীতাপূর্ণ নির্বাচন হওয়ায় ও মহাজোট থেকে উন্মুক্ত রাখায় নৌকা প্রতীক নির্বাচন করায় জাতীয় পার্টির জন্য আসনটি ধরে রাখা মারাত্মক চ্যালেজ হয়ে দাড়িয়েছে।