সিলেটস্থ দোয়ারাবাজার বাসী উদ্যোগে মুহিবুর রহমান মানিকের নৌকা প্রতীকের গণসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮

সিলেটস্থ দোয়ারাবাজার বাসী উদ্যোগে মুহিবুর রহমান মানিকের নৌকা প্রতীকের গণসংযোগ

হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃসিলেটে অবস্থান রত দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পেশা জীবি বাসীন্ধাদের উদ্যোগে নৌকা বিজয়ের লক্ষে দিনভর গনসংযোগ ও পথ সভা অনুষ্টিত হয়েছে ।

 দোয়ারাবাজার উপজেলার  ৯ টি ইউনিয়নের প্রত্যেকটি বাজারে গণসংযোগ করেন সিলেটস্থ দোয়ারাবাজার বাসী। সিলেটস্থ দোয়ারাবাজার বাসী পরিষদের সভাপতি মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে  শুক্রবার দিনভর উপজেলার নরসিনপুর  বাজার, বাংলা বাজার,  বাশতলা চৌধুরী পাড়া বাজার,  লক্ষীপুর বাজার চকবাজার  কাটাখালি বাজার সহ উপজেলার সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক এর নৌকা প্রতীকের প্রচারণা করেন সিলেটস্থ দোয়ারাবাজার বাসী পরিষদ। এসময় সাথে ছিলেন সিলেটস্থ পরিষদের,মহিতুষ মজুমদার, মাসুক আহমদ তারেক, তমাল চন্দ্র নাথ, আব্দুল কবির, মোহাম্মদ সায়াদ মিয়া, ধিরেন্দ্র কুমার দাস, আব্দুল আওয়াল, ডাঃ দিপু, জাহাঙ্গীর আলম রফিক, উকিল উদ্দিন আহমদ, আব্দুল জব্বার, আলি নুর আহমদ, মোঃ আজিজুর রহমান আজিজ, ইয়াকুব আলী রাজু, শফিউল আলম, আব্দুস সালাম, মোশারফ হোসেন, আজিজুর রহমান, মোঃ আব্দুল হান্নান, স্বপন কুমার সরকার, আব্দুল আওয়াল, আব্দুল কাইয়ুম মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান মোঃ হাবিবুর রহমান, রুবেল খান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here