ফরিদপুরের ব্যানার্জী বাড়িতে জমে উঠেছে সনাতন ধর্মীয় উৎসব ও লোক মেলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২০, ২০১৮

ফরিদপুরের ব্যানার্জী বাড়িতে জমে উঠেছে সনাতন ধর্মীয় উৎসব ও লোক মেলা

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে : 

ফরিদপুর শহরের ব্রা²ণ কান্দা ব্যানার্জী বাড়িতে জমে উঠেছে সনাতন ধর্মীয় উৎসব ও শিক্ষাবিদ রতন ব্যানার্জী মেলা। ১৫ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২১শে ডিসেম্বর পর্যন্ত। 


বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব মানব ও দেশ মাতৃকার কল্যাণে ভাগবদ পাঠ ও শ্রী শ্রী গীতা যজ্ঞ, নাম কীর্তন, তারক ব্রক্ষ হরি নাম, লীলা কীর্তণ, ধর্মীয় নাটক, আলোক চিত্র প্রদর্শনী ও প্রসাদ বিতরণ। 

রবিবার হাজারও ভক্ত এই উৎসবের অন্যতম আকর্ষণ শ্রী শ্রী গীতা যজ্ঞের মহা মন্ত্রের সুধা আস্বাধন করেন। যজ্ঞটি পরিচালনা করেন চট্টগ্রাম শংকর মঠ ও মিশন যজ্ঞের আচার্য্য মুক্তানন্দ গীরি মহারাজ, উৎসবকে ঘিরে বাড়ির সামনের মাঠে জমে উঠেছে লোক মেলা। নাগোর দোলা ঘুর্নি সস্ত্রাধিক লোকজ উপাদানের সামগ্রী নিয়ে বসেছে কুটির শিল্প বিক্রেতারা। 

উৎসবের আহবায়ক শ্যামল ব্যানার্জী বলেন ১৩ বছর ধরে ধারাবাহিক ভাবে ফরিদপুরের ভক্তদের উৎসাহ উদ্দিপনায় এই উৎসব হয়ে আসছে। আমরা চেষ্টা করছি উৎসবটিকে সার্বজনিন করার। 

Post Top Ad

Responsive Ads Here