ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-০২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু তার নির্বাচনী এলাকায় দিনব্যাপী ব্যাপক গনসংযোগ অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খায়েরদিয়া, ফুলবাড়ীয়া, বড় ফুলবাড়ীয়া, উজিরপুরসহ তার আশপাশের ৭/৮টি এলাকায় ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও তার জন্য ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বিভিন্ন এলাকার বিএনপি সমর্থিত নেতাকর্মিদের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে দাবী করে বলেন, এই সরকার ভীত হয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করে ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। তিনি বলেন, নেতাকর্মীদের আটকের পর গায়েবী মামলা সাজানো হচ্ছে। শামা ওবায়েদ দাবী করেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
এসময় তার সঙ্গে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাড. হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়ন ভাইস প্রেসিডেনন্ট কেএম জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, সহ সভাপতি আরমান হোসেন, ভিপি বাবু, যুগ্ম সম্পাদক নুর আলম. যুবদল নেতা নাসির খাঁন, ইলিয়াস হোসেন, সালথা উপজেলা বিএনপি নেতা মিরানসহ সালথা উপজেলার বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।