ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর ০২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
বৃহস্পতিবার দুপুরে সালথা উপজেলার সদর বাজার ও তার আশপাশের এলাকায় ভোটারদের কাছে সাজেদা চৌধুরীর জন্য নৌকার লিফলেট বিতরণ করে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, লিপটন চৌধুরী, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, ইউপি সদস্য সৈয়াদ আলী মীর, মকিম মাতুব্বার, আসাফো নেতা জাহিদ হাসান এমিলি প্রমূখ।
রপর তেলী সালথা গ্রামে সৈয়াদ আলী মেম্বারের বাড়িতে মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা সারমিনের নেতৃত্বে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জুয়েল চৌধুরী।