জলঢাকায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ১৩, ২০১৯

জলঢাকায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোশফিকুর রহমান, এবিএম বিল্লাহ ও কৃষ্ণা বিস্বাস প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাকে সুন্দর ও সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here