এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় এবার আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা চাষে বাম্পার ফলন হওয়ার সম্ভবনা কৃষকের মুখে হাসির ঝিলিক।
হলুদ রংয়ে আর মিষ্টি সুবাসে ভরে গেছে সরিষার ক্ষেতগুলো যা চোখে পড়ার মতো। স্বল্প খরচে অল্প সময়ে এ ফসল আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের মাঝে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, গতবারের তুলনায় এবার দ্বিগুন জমিতে সরিষার চাষ হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এবার সরিষার ভাল ফলনের সম্ভবনা রয়েছে। কুয়াশা, বৃষ্টি না থাকায় আবহাওয়া অনুকুলে ছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা বলেন, অল্পদিনে কম খরচে এ সরিষা ঘরে তোলা সম্ভব। তাই দিন দিন এর চাষ বেড়েই চলছে। গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম এলাকার কৃষক আতাউর রহমান জানায়, আমন ধান তুলে সাথে-সাথে ১০ বিঘা জমিতে সরিষা লাগিয়েছি। সরিষা এখন তোলার সময় হয়েছে। ফলনও বেশ ভাল হয়েছে। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে দেড় থেকে ২ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে সরিষার উৎপাদন হবে ৬-৭ মণ। যার বাজার দর প্রতি মণে ১৮০০ থেকে ২০০০ টাকা। গোলনার কৃষক মামুনুর রশিদ জানায়, গত বার ২ বিঘা জমিতে সরিষা লাগিয়েছিলাম। ভাল দাম পাওয়ায় এবার ৪ বিঘা জমিতে সরিষা লাগিয়েছি। ৬০-৬৫ দিনের মধ্যে সরিষা উঠানো সম্ভব। এটা আবাদে অন্যান্য ফসলের চেয়ে খরচও অনেক কম। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মাহফুজুল হক জানিয়েছে। প্রায় ৮ শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ অঞ্চলে সাধারণত বারি সরিষা-১৪, বারি সরিষা-৯, বিনা সরিষা-১৪, বিনা সরিষা-৯ জাতের আবাদ হয়ে থাকে। এবার বৈরী আবহাওয়া না থাকার কারণে সরিষার ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। পরিচর্যা সেভাবে করতে হয় না এ ফসলে। তাই খরচ অন্যান্য ফসলের তুলনায় কম হওয়ায় কৃষকেরা সরিষা চাষে উৎসাহী হয়ে উঠেছে।