জাককানইবি প্রতিনিধিঃশিক্ষামন্ত্রী ডা.দিপু মনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম.মোস্তাফিজুর রহমান, নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান এবং জামালপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর থেকে নির্বাচিত ডা. দিপু মনি এর আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।এবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ।নবনির্বাচিত মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রবিবার তার কার্যালয়ে যান এই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।