জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় হাটা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা চত্তরে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ঢাকা ওয়াকিং ক্লাবের উদ্যোগে ৩য় বারের মত পালিত হলো এই দিবসটি।
র্যালি শেষে সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা ওয়াকিং ক্লাবের জামালপুর জেলা শাখার কো-অর্ডিনেটর সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, ইত্তেফাক ও মাই টিভির এস.এম জুলফিকুর রহমান, যুগান্তরের জহুরুল ইসলাম ঠান্ডু, নয়াদিগন্তের এস.এইচ.এম ইব্রাহীম হোসাইন লেবু, ইনকিলাবের এম.এ মান্নান, মানবকন্ঠের ডা. জাকারিয়া জাহাঙ্গীর, সমকালের সোলায়মান হোসেন হরেক, বর্তমানের মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মশিউর রহমান, সহ-সাধারন সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক রব্বানী সরকার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।