রাঙ্গামাটিতে টেলিভিশন সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১২, ২০১৯

রাঙ্গামাটিতে টেলিভিশন সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:দূর্গম পাহাড়ী এলাকার মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কল্যাণ কর উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সম্পর্কে সার্বিক তথ্য গণমাধ্যমে তুলে ধরতে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকের অনুরোধ জানিয়েছেন তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আজহারুল হক। 


শনিবার সকালে রাঙ্গামাটিতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম বিষয়ে রাঙ্গামাটিতে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) এবং সহকারী প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইউনিসেফের প্রতিনিধি আম্বারীন খান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন উন্নয়ন মোঃ মনজরুল আলম।পরে সাংবাদিকদের নারী ও শিশু বিষয়ে প্রশিক্ষণ প্রদান  করা হয়। প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here