দুর্নীতিবাজ কর্মকতাদের অপসারণ করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রেকে দুর্নীতি মুক্ত করার দাবী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১২, ২০১৯

দুর্নীতিবাজ কর্মকতাদের অপসারণ করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রেকে দুর্নীতি মুক্ত করার দাবী

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কতিপয় দুর্নীতি কর্মকর্তাদের সীমাহীন দূর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি দালালিয়ানা এবং মানহীন অনুষ্ঠান সম্প্রচারের কারণে দুর্নীতি আখড়ায় পরিণত করেছে।

 বলতে গেলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দুর্নীতিবাজ কর্মকর্তা ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে দর্শকশ্রোতা শূন্য সম্প্রচার কেন্দ্রে পরিণত। অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণ করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কে দুর্নীতি মুক্ত করতে হবে এবং দর্শক-শ্রোতাদের নান্দনিক সম্প্রচার কেন্দ্রে পরিণত করতে হবে।
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ ও ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আজ শনিবার ১২ জানুয়ারি বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কতিপয় কর্মকর্তার দুর্নীতি স্বেচ্ছাচারিতা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের সভাপতি ওস্তাদ স্বপন কুমার দাশের সভাপতিত্বে প্রতিবাদি মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। মানববন্ধনে বক্তারা আরো বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জনগণের সম্পদ এভাবে একটি স্বাধীন বাংলাদেশে দুর্নীতিবাজ কর্মকতাদের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন জনগণের সম্পদ ধ্বংস হতে পারে না। নানান দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিল্পী সম্মানী কর্তনের মত জঘন্যতম ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সংগঠক ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক এ কে জাহেদ চৌধুরী, মোঃ জামাল উদ্দিন, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, প্রকৌশলী টিকে শিকদার,গীতিকার মোঃলিপটন, কুতুব উদ্দিন রাজু, মো: সেলিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস সোনিয়া,কবি আসিফ ইকবাল, মোঃ কামাল হোসেন, হোসেন মিন্টু, মজিবুর রহমান, মোঃ আইয়ুব,সমীরণ পাল, রোজী চৌধুরী, শবনম ফেরদৌসী, আনন্দ পকৃতি, মনিরা আক্তার, সরগম দাশ, হ্যাপী দাস, লাকি আক্তার, আনিকা আক্তার, মুন,সানজিদা আক্তার,বিথী, তন্দ্রা দাস গুপ্তা।

Post Top Ad

Responsive Ads Here