উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে অটিজম স্কুলে বই বিতরন করা হয়েছে।বুধবার সকালে বেলকুচি ইউনিয়ন পরিষদে অবস্থিত পৌর অটিজম স্কুলের ছাত্র ও ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরন করা হয়। শিক্ষা ক্ষেত্র থেকে যেন কোন প্রতিবন্ধকতা বাঁধা গ্রস্থ করতে না পারে সেই লক্ষ্য নিয়ে পৌ রঅটিজম স্কুল স্থাপিত হয়েছিল।
উক্ত বইবিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও অত্র স্কুলের প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর মেয়র আশানুর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সোলাইমান হোসেন,প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম,সিনিয়র সহকারী শিক্ষক কোহিনুর খাতুন,সহকারী শিক্ষক রুনা খাতুন,সালমা খাতুন,জাহাঙ্গীর হোসেন প্রমুখ।এসময় ৪৫ জন অটিজম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।