উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদে দূর্বিত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার রাত ২ ঘটিকার সময় দূর্বিত্তরা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষের জানালা সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি অত্র এলাকার লোকজনের ভিতরে আতংঙ্ক সৃষ্টি করেছে। ডিউটিরত গ্রাম পুলিশ সুধাসন জানান, আমি ডিউটি পালনের সময় রাত ২টার দিকে পোড়া পোড়া গন্ধ পাই এবং চেয়ারম্যান স্যারের রুমের পিছনে দেখি আগুন জ্বলছে। প্রথমে আমি আগুন নেভাতে চেষ্টা করলে না পেরে চিৎকার করি এবং স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্য সহ পুলিশের সদস্যরা মিলে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুল হক ভাষানী জানায়, কিছু কুচক্রি লোক ঘোষনা দিয়েছিল, ৩০ তারিখের পর আমার ইউনিয়ন পরিষদ দখল করে নেবে। সেই চক্রান্তের জের ধরে কে বা কাহারা এই ইউনিয়ন পরিষদে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমি এই ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি। যেহেতু এটা স্থানীয় সরকার অধিনস্থ একটি প্রতিষ্ঠান সেহেতু আমার জোর দাবি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার আল- আমিন জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমি অগ্নিকান্ডে ঘটনাটি জেনেছি এবং আমার বাহিনী সদস্যগন সেখানে পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত আমার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।