ঝিনাইদহে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে মারধর অতঃপর গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০১৯

ঝিনাইদহে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে মারধর অতঃপর গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ   
ঝিনাইদহ শহরের আলহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম কে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।সে দীর্ঘদিন ধরে ৪র্থ শ্রেণির তিন ছাত্রীকে যৌন নির্যাতন করে আসছিলো বলে ছাত্রীদের অভিভাবকরা জানায়। সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকরা বুধবার দুপুরে স্কুলে গিয়ে তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে স্কুল থেকে লম্পট প্রধান শিক্ষক আব্দুস সালামকে গ্রেফতার করে।  প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে। নির্যাতিত এক ছাত্রীর পিতা অরুন কুমার দাস অভিযোগ করেন তার মেয়েকে লম্পট প্রধান শিক্ষক স্পর্শকাতর জায়গায় হাত দিত। বাড়ি গিয়ে তার মেয়ে বিষয়টি জানায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান খবরের সত্যতা স্বীকার করে জানান, শ্রেনী কক্ষে ৪র্থ শ্রেণির তিন শিশু ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানী করতো এই  প্রধান শিক্ষক আব্দুস সালাম।  ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারা ক্ষুব্দ হয়ে বুধবার দুপুরে প্রধান শিক্ষককে মারধর করে। অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। কামারকুন্ডু গ্রামের শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।

Post Top Ad

Responsive Ads Here