জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবেশিরা পিটিয়ে হত্যার চেষ্টা করে এক ব্যবসায়িকে। জামিনে মুক্তি পেয়ে আসামীরা আবারও তাকে হত্যার হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব ভূঞাপুর গ্রামে।
জানা যায়, নারায়ন পালের ছেলে শ্যামল পালের সাথে প্রতিবেশি যীতেন্দ্র কর্মকারের ছেলে ভম্বল কর্মকার (৫০), মহাদেব কর্মকার (৩৫), বাসুদেব কর্মকার (৪০) এর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১২ জুলাই শ্যামল তার নিজ বাড়িতে ঘর নির্মাণের সময় প্রতিবেশি ভম্বল ও তার বাহামভূক্তরা বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা শ্যামলকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। দীর্ঘ ৪১ দিন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মত্যুর সাথে পাঞ্জা লড়ে বর্তমানে নিজের বাড়িতে মানবেতর জীবন-যাপন করছেন। এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি মামলা (নং- ০৭, তাং- ১৩/০৭/১৯ ইং) দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভূক্ত আসামীদের পুলিশ গ্রেপ্তার করলেও তারা জামিনে বেরিয়ে এসে আবার শ্যামল ও তার পরিবারের অন্যান্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসাছে। এ কারণে শ্যামলের ভাই চন্ডী পাল নিরাপত্তা চেয়ে টাঙ্গাইল নির্বাহী ম্যাজিষ্ট্রেট “ক” অঞ্চল আদালতে ১০৭ ধারায় মামলা (নং- ৭০৪/২০১৯) করেন। আসামীরা প্রভাবশালী হওয়ার কারণে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এজাহারভূক্ত আসামীদের গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে। তারা জামিনে এসে পুনরায় হুমকি দিচ্ছে কিনা এ বিষয়ে আমি অবগত নই।