এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় পৌর জাতীয় যুবসংহতি ৩নং ওয়ার্ডের দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে।জানাগেছে, রোববার সন্ধ্যায় জলঢাকা পেট্রোল পাম্প বাজার সংলগ্ন মাঠে এ কাউন্সিল হয়। কাউন্সিলে জাতীয় যুবসংহতির নেতা মকছুদার রহমান মকছু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু,জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আব্দুল হান্নান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক বাবলুর রহমান বাবলু,সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স,মীরগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন,পৌর যুব সংহতির আহবায়ক জাকির হাসান হাসু, সদস্য সচিব আনিচুর রহমান জাদু,উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব সামিউল সোহাগ,জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম রাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবসংহতি ৫ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক নাজমুল হোসেনসহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শেষে মকছুদার রহমান মকছুকে সভাপতি ও মশিয়ার রহমানকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে পৌর যুব সংহতির নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুব সংহতি ৫ নং ওয়ার্ডের সভাপতি জুয়েল ইসলাম।