নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ারা
বেগমের বাড়িতে ডাকাতির মামলার সন্দিহান এক আসামিকে গ্রেফতার করেছে থানা
পুলিশ। প্রযুক্তির সহায়তায় রোববার (২৫ আগষ্ট) আসামি জামাল শেখ (৪০) কে
ঢাকার দক্ষিন খান থানাধীন উত্তর আশকোনা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
জামাল শেখ প্রায় এক ডজন (বিভিন্ন মামলার) মামলার আসামি। সে উপজেলাধীন
দক্ষিন শাকপালদিয়া গ্রামের রব্বানী শেখের পুত্র।
উল্লেখ্য যে, গত ২৬ জুলাই দিবাগত গভীর রাতে তালমা ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে ভোর রাতেই ফরিদপুরের পুলিশ
সুপার মোঃ আলীমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, নগরকান্দা
সার্কেলের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, নগরকান্দা থানার অফিসার
ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন
করেন। পুলিশ সুপারের নির্দেশে ওই দিনই অজ্ঞাত আসামিদের উল্লেখ করে থানায়
ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার পান ওসি (তদন্ত) মিরাজ হোসেন।
তদন্তভার পেয়েই পুলিশ পরিদর্শক মিরাজ হোসেন ক্লুবিহীন ডাকাতি মামলার
আসামি গ্রেফতারে সচেষ্ট হন। ফরিদপুর পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে ও
দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পরির্দশক মিরাজ হোসেন
প্রযুক্তির সহায়তা গ্রহন করেন। প্রযুক্তির তথ্য মতে সন্দিহান আসামি জামাল
শেখকে ঢাকা থেকে গ্রেফতার করেন। পরিদর্শক মিরাজ হোসেনের নেতৃত্বে গ্রেফতার
অভিযানে অংশ নেন এসআই কাজী মহসিন, এএসআই আকতার হোসেন ও সঙ্গীয় ফোর্স।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরাজ হোসেন জানান, এসপি স্যার, সার্কেল
স্যার ও ওসি স্যারের নির্দেশনায় ঢাকায় দুই দিন অবস্থান করে আসামি জামাল
শেখকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামি ডাকাতি মামলায় গুরুত্বপূর্ণ তথ্য
দিয়েছে বলেও তিনি জানান।