প্রধান আসামী গ্রেপ্তার না হওয়ায় পাওয়া যাচ্ছেনা প্রবাসীর মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৫, ২০১৯

প্রধান আসামী গ্রেপ্তার না হওয়ায় পাওয়া যাচ্ছেনা প্রবাসীর মরদেহ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
প্রধান আসামী আক্তার মুন্সী গ্রেপ্তার না হওয়ায় সন্ধান মিলছেনা খুন হওয়া ঘাটাইলের নয়াবাড়ি গ্রামের খুন হওয়া প্রবাসী মোশারফ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ। গত ২৪ আগষ্ট পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি ও এলাকার সাধারন মানুষ দ্বিতীয় দফায় অনুসন্ধান চালালেও গত ২০ দিনে লাশের কোন সন্ধান পায়নি। পুলিশ বলছে হত্যার পরিকল্পনাকারী এবং লাশ গুমের প্রধান হোতা খোঁজ না পাওয়ায় মোশারফের লাশের সন্ধান পেতে বিলম্ব হচ্ছে।

গত ৪ আগষ্ট কদমতলী গরুর হাট করে ফেরার পর কৌশলে মোশারফকে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের গজারিয়া বিলে নিয়ে নাছিমা এবং তার ভাই মাদরসা শিক্ষক আখতার মিলে হাত-পা বেধে বিলের পানিতে ডুবিয়ে খুন করে। পরে তার লাশ বস্তায় ভরে খুঁিটর সাথে বেঁধে বিলের পানিতে ডুবিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই নাসির উদ্দিন বলেন, পরকিয়া ও পাওনা টাকা চাইতে গিয়ে মোশারফ খুন হয়েছে। এ হত্যাকাÐে জড়িত থাকার দায়ে গৃহবধু নাছিমা ও তার ভাবী সোনিয়াকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা আদালতে হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে। তবে খুনের মুল হোতা আক্তার মুন্সি গ্রেপ্তার না হওয়ায় মোশারফের মরদেহ পাওয়া সম্ভব হচ্ছে না। সে গ্রেপ্তার হলেই লাশ উদ্ধার ও হত্যা রহস্য উন্মেচিত হবে। 

মামলার বাদী ও নিহতের ছোট ভাই সজীব জানান, পাওনা টাকা চাওয়ায় কারনে আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমি আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রশাসনের নিকট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Post Top Ad

Responsive Ads Here