টাঙ্গাইলে যক্ষা বিষয়ক বিভাগীয় অবিহতকরণ কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৫, ২০১৯

টাঙ্গাইলে যক্ষা বিষয়ক বিভাগীয় অবিহতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- 
টাঙ্গাইলে যক্ষা বিষয়ক বিভাগীয় পর্যায়ের অবিহতকরণ কর্মশালা রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ¥া নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় টাঙ্গাইল সিভিল সার্জন অফিস এ কর্মশালা আয়োজন করে। শহরের ভিক্টোরিয়া ফুড গার্ডেন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইলের সিভিল সার্জন শরিফ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শামিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক নারায়ন চন্দ্র সাহা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া প্রমুখ।
সভায় বাংলাদেশের যক্ষা রোগ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত বিষয়ে এবং চিকিৎসার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here