ফরিদপুরে মোটরযান আইনে বিশেষ অভিযান, ৮২ টি মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৩, ২০১৮

ফরিদপুরে মোটরযান আইনে বিশেষ অভিযান, ৮২ টি মামলা

ফরিদপুর প্রতিনিধি-
সড়ক দুর্ঘটনা রোধে ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ফরিদপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার আদেশক্রমে আজকে অনুমোদনহীন, রেজিষ্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচালনা প্রতিরোধে এবং মোটরযানসমূহে বীমা সংক্রান্ত বিধান লঙ্ঘনের অপরাধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোট ৮২ টি মামলা করে মোট ৮২,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সজল চন্দ্র শীল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহানাজ ফারিবা এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  পারভেজ মল্লিক এর নেতৃত্বে ও বিআরটির সহকারী পরিচালক  মোঃ আতিকুল ইসলাম ও মোটরযান পরিদর্শক মোঃ হাবিবুর রহমান পরিচালিত এই অভিযানে বরিশাল -ফরিদপুরে -ঢাকা- ফরিদপুর মহাসড়কে  ট্রাক, বাস, মিনিবাস সহ রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালনা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস সার্টিফিকেট না থাকা, ইন্সুরেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়। 
এ সময় উপস্থিত জনসাধারণকে গাড়ী চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রযোজ্য আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়। আদালতকে জেলা পুলিশ, বিআরটিএ ফরিদপুর সহযোগিতা করে।

Post Top Ad

Responsive Ads Here