১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে... টাঙ্গাইলে-তথ্য প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৩, ২০১৮

১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে... টাঙ্গাইলে-তথ্য প্রতিমন্ত্রী

ভ্রাম্যমান প্রতিনিধি-
তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশ আজ বৃহৎ অর্থনীতির দেশ। এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে দিয়েছেন।
খুনীচক্র ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে তিনি আবার নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছেন। তথ্য প্রতিমন্ত্রী ২ আগস্ট দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা মিলনায়তনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ প্রধানমন্ত্রী, বিশ্বেও অন্যতম শ্রেষ্ঠতম নেত্রী। দেশের নারীদের কল্যানের জন্য অনেক কাজ করছেন প্রধানমন্ত্রী । এজন্য আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। 
দেলদুয়ার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান তাহমিনা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক শিবলী সাদিক প্রমুখ। সভায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here