ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের অফিস, আদালত ও বিভিন্ন পাড়া, মহল্লায় প্রতিদিনই চলছে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর নির্দেশনায় পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক ফজলুল করিম আলালের নেতৃত্বে রবিবার ফরিদপুর শহরের ১নং হাবেলী গোপালপুর, রেল কলোনী, মাস্টার পাড়া ও টেপাখোলা এলাকায় মশা নিধনে ফোকার মেশিনের সাহায্যে রাস্তাঘাট ও বাসা বাড়িতে ঔষধ ছিটানো হয়।
এছাড়া গত তিন দিনে শহরের কমলাপুর, টেপাখোলা, হরিসভা, গোয়ালচামট মোল্যা বাড়ী সড়ক, গোয়ালচামট ১নং ও ২নং সড়ক, শ্রীঅঙ্গন আঙ্গিনা, পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড ও আলীপুরের বিভিন্ন সড়ক ও বাসা বাড়ীতে ফোকার মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ ছিটানো হয়।
ফজলুল করিম আলাল জানান, ফরিদপুর পৌরসভার মেয়রের নির্দেশনায় গত ২৫ জুলাই থেকে ফরিদপুর পৌরসভায় মশা নিধনের কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। মশা নিধন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবেও বলে তিনি জানান।