ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম ও সালথা উপজেলার পূর্ব সোনাপুর এলাকা থেকে রবিবার দুপুরের দিকে দুই জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার মিনি ট্রাক চালক মনোয়ার মন্ডল (৩০) ও সালথার নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম ও সালথা উপজেলার পূর্ব সোনাপুর এলাকা থেকে রবিবার দুপুরের দিকে দুই জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার মিনি ট্রাক চালক মনোয়ার মন্ডল (৩০) ও সালথার নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এফএম নাসিম জানান, রবিবার সকালে খবর পেয়ে নিহত মনোয়ারের নিজ ঘরের আড়ায় লুঙ্গি দিয়ে ফাসঁ লাগানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকার একটি খালের মধ্যে থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকার একটি খালের মধ্যে থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, রবিবার দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পূর্ব সোনাপুর এলাকার একটি খালের মধ্যে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, লাশের গায়ে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করবো। বাকিটা তদন্তে শেষে বলা যাবে কার লাশ ও কি কারনে তার মৃত্যু হলো।