মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সদর উপজেলার ঝাউবাড়িয়া মাঠে উপজেলা পর্যায়ে ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে ৪৮তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আঃ রব বিশ্বাষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, প্রধান শিক্ষক ইদ্রিস আলী, মিয়ারুল ইসলাম, মোাঃ আশরাফুজ্জামান, আবুল কালাম,তাহাজ উদ্দীন,আবুল কাসেম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ৪৮তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখ্যযোগ্য খেলাগুলো হচ্ছে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা।