ফরিদপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ঝিলটুলী এলাকার অম্বিকা মেমোরিয়াল হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা এবং জেলা যুবলীগের আহŸায়ক এএইচএম ফোয়াদ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার সফল ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সুবল চন্দ্র সাহা, সহসভাপতি গোলাম রব্বানী বাবু মৃধা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, সাদেকুজ্জামান মিলন পাল, মোঃ আক্কাস আলী, অনিমেষ রায়, মোঃ মনির হোসেন, বেলায়েত ফকির, শহীদুল ইসলাম মজনু, মিন্টু ফকির প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করে শহরের চকবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাফর আহমদ।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।