রাজশাহী মহানগরীতে পুলিসের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক-৬৯ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯

রাজশাহী মহানগরীতে পুলিসের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক-৬৯


সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন থানায় মাদকদ্রব্য উদ্ধারসহ ৬৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। শনিবার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২৫ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা ৫ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালি থানা ৭ জন, বেলপুকুর ২জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ৫জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার ১ জন, দামকুড়া ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্যসহ আটককারিরা হলেন, বোয়ালিয়া মডেল থানা পুলিশ সুমন হোসেন সাদ্দাম (২২) কে ৪ গ্রাম হেরোইন, শিশির (২৫) কে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট, এম আলম (৩৮) কে ১৬ গ্রাম হেরোইন, জনি (৩৩) কে ১০ দশমিক ৯ গ্রাম হেরোইন, ইমন আলী (২২) কে ২২ পিচ ইয়াবা, রকি (৩০) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে।

রাজপাড়া থানা পুলিশ এম এ রাজীব  মীম (২৫) কে ১৯ গ্রাম হেরোইন, চন্দ্রিমা থানা পুলিশ মোজাম্মেল হোসেন  মোজা (৩৫) কে ২০ গ্রাম হেরোইন, শাহমখদুম থানা পুলিশ জিয়ারুল ইসলাম (৩৩) ও রকনুল ইসলাম রাহি (৩৪) দ্বয়কে ৪১০ পিচ ইয়াবা, মতিহার থানা পুলিশ জসিম উদ্দীন (২৬) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।

কাটাখালী থানা পুলিশ আস্তাকিন (২২)কে ৫০ পিস ইয়াবা, এয়ারপোর্ট থানা পুলিশ সুমন ইসলাম (২৫) কে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট, কর্ণহার থানা পুলিশ মুকুল হোসেন (৪৫) কে ৮ লিটার চোলাইমদ, পবা থানা পুলিশ জাহিদ হাসান শুভ(৩০) কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ডিবি পুলিশ মান্না @সজিব(২৩) কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here