সেলিম প্রধানের অফিসে রাতভর অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৯

সেলিম প্রধানের অফিসে রাতভর অভিযান

সময় সংবাদ ডেস্কঃ
অনলাইনে ক্যাসিনোর বাংলাদেশের হেড সেলিম প্রধানকে গ্রেফতারের পর রাতে তার কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব। এর আগে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা খ্যাত সেলিম প্রধানের থাই এয়ারের একটি ফ্লাইটে করে ব্যাংকক যাওয়ার কথা ছিল।সোমবার বিকেলে তাকে আটক করা হয়। 

এরপর সোমবার রাতে র‌্যাব-১-এর একটি দল গুলশান-২-এর ১১/এ রোডের ৯৯ নম্বর বাড়িটি ঘিরে ফেলে। কিছুক্ষণ পর তারা ভবনটিতে সেলিম প্রধানের কার্যালয়ে প্রবেশ করে।প্রায় সারা রাত সেখানে অভিযান চলে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিদেশে চলে যাওয়ার সময় বিমানবন্দর থেকে সেলিমকে আটক করা হয়। পরে তাকে র‌্যাব-১-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়।’

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম। তিনি অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। অনলাইন ক্যাসিনোর মাধ্যমে আয় করা টাকা তিনি বিদেশে পাচার করতেন।

র‌্যাবের অপর একজন কর্মকর্তা জানান, সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যাদের ওয়েবসাইটেই ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো ব্যবসা রয়েছে। প্রধান গ্রুপের কোম্পানি জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের নাম রয়েছে ঢাকা চেম্বারের সদস্যদের তালিকায়। সেলিম প্রধানের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে গুলশানে। সেখানেই পি২৪ গেইমিংয়ের অফিস। আর ফেইসবুক পেইজে দেওয়া তথ্য অনুযায়ী সেলিম থাকেন থাইল্যান্ডে।

জানা যায়, সেলিম প্রধান দীর্ঘদিন জাপান ছিলেন। বছর দশেক আগে বাংলাদেশে আসেন। হাতিরপুল প্লানার্স টাওয়ারে একটি অফিস নেন। একপর্যায়ে তিনি ক্যাসিনো কারবারে জড়িয়ে পড়েন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ।

গো নিউজ২৪

Post Top Ad

Responsive Ads Here